Wellcome to National Portal
Main Comtent Skiped

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলি, মৎস্য সম্পদ রক্ষা করি। উন্মুক্ত জলাশয়ে স্থায়ীভাবে বাঁধ নির্মান/ফিক্সড ইঞ্জিন ব্যবহার/চায়না জাল/কারেন্ট জাল ব্যবহার করে/জলাশয় সেচ দিয়ে মাছ ধরা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ”। " আমিষেই শক্তি, আমিষেই মুক্তি"


অর্গানোগ্রাম

উপজেলা মৎস্য কর্মকর্তা/সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মোট ৫-৬ জন সদস্য নিয়ে গঠিত। অফিস প্রধান হিসেবে বিসিএস (মৎস্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন উপজেলা মৎস্য কর্মকর্তা অথবা একজন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা থাকেন। যেখানে উপজেলা মৎস্য কর্মকর্তা বা ‍সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পদ শূণ্য থাকে সেখানে অধঃস্তন কর্মকর্তা হিসেবে একজন সহকারী মৎস্য কর্মকর্তা (গ্রেডঃ ১০ম) সাময়িকভাবে অফিস প্রধানের দ্বায়িত্ব পালন করেন।