Wellcome to National Portal
Main Comtent Skiped

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলি, মৎস্য সম্পদ রক্ষা করি। উন্মুক্ত জলাশয়ে স্থায়ীভাবে বাঁধ নির্মান/ফিক্সড ইঞ্জিন ব্যবহার/চায়না জাল/কারেন্ট জাল ব্যবহার করে/জলাশয় সেচ দিয়ে মাছ ধরা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ”। " আমিষেই শক্তি, আমিষেই মুক্তি"


২০২৪-২৫ রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপনঃ

৩০ জুলাই- ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়।



২০২৪-২৫ রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণঃ

মৎস্য অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় প্রাকৃতিক জলাশয়/প্লাবণভূমি/প্রাতিষ্ঠানিক জলাধারে পোনা মাছ অবমুক্তকরণের জন্য ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র) বরাদ্দ ছিলো। তৎপ্রেক্ষিতে কোটেশন অনুরোধ প্রক্রিয়ায় কলমাকন্দা উপজেলার ১ টি প্রাকৃতিক জলমহাল ও ৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ৪৫০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।